জলপাইগুড়ি, ২ জানুয়ারি: আজ উদযাপিত হলো বুক ডে। ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের ২য় দিনে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রেপ থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রায় ৭৫০ জন ছাত্রছাত্রীকে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিরুল ইসলাম জানান, ছাত্রদের নাম ও রোল নম্বর অনুযায়ী প্রতিটি শ্রেণির জন্য বই প্রদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর পাঠানো নতুন বছরের শুভেচ্ছা কার্ডও এদিন ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়।
এদিন শুধু বই নয়, ছাত্রছাত্রীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছিল। খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, এবং মুরগির মাংস। নতুন বই আর মুখ্যমন্ত্রীর কার্ড পেয়ে ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দিত।
জাহিরুল ইসলাম বলেন, “আজকে নতুন বছরের প্রথম স্কুল। ছাত্রদের মধ্যে নতুন বই বিতরণ এবং বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। আমরা চেষ্টা করেছি প্রত্যেক ছাত্রকে সঠিকভাবে বই পৌঁছে দিতে।”
নতুন বছরের প্রথম দিনই বিদ্যালয়ের এমন আয়োজন ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে বলে আশা করছেন অভিভাবকরা।