সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ আগস্ট : অনুব্রত মন্ডলকে গ্রেপ্তারের পর ঢাক ঢোল বাজিয়ে জলপাইগুড়ি শহরে নুকুল দানা, গুড়, বাতাসা বিতরণ করল বিজেপি। বিজেপির নুকুল দানা বিতরণ সাজে না দাবি যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চ্যাটার্জির।
গোরু পাচার কান্ডে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার বীরভূমের বেতাজ বাদশা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। আগামী ২০ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে “চোর ধরা পড়েছে” স্লোগান দিয়ে জলপাইগুড়ি শহরে বৃহস্পতিবার রাতে ঢাল ঢোল বাজিয়ে মিছিল করলো বিজেপি নেতা কর্মীরা। পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষকে নুকুল দানা, গুড়, বাতাসা বিতরণ করলেন বিজেপি নেতা কর্মীরা। বিজেপির এই মিছিলে দেখা গেছে বিজেপি থেকে বহিষ্কৃত নেতা অলোক চক্রবর্তীকেও।
অলোক বাবু বলেন, ‘আজ বাংলার মানুষের আনন্দের দিন। গোরু চোর ধরা পড়েছে। তাই এই মিছিল ও তারই নকুল দানা, গুড়, বাতাসা বিতরণ করছি।’ তবে দল থেকে বহিষ্কার প্রসঙ্গে তিনি জানান, ‘বিজেপি থেকে কেউ ডিলিট হয় না, শুধু এডেড হয়। আমি বিজেপিতে ছিলাম, আছি, থাকবো।
যদিও বিজেপির নুকুল দানা বিতরণ সাজে না দাবি জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চ্যাটার্জির। তিনি বলেন, ‘বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নারদা কান্ডে দেখা গেছে কাগজে মুড়ে টাকা নিতে।’ তবে অনুব্রত মন্ডলের গ্রেপ্তারি নিয়ে তিনি বলেন, ‘আইন আইনের পথে চলবে। অনুব্রত মন্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। যদি সিবিআই তথ্য প্রমাণ দিতে পারে তবে আমাদের দল উপযুক্ত ব্যবস্থা নেবে।’ সেইসাথে তিনি বলেন, এই রাজ্যে বিজেপির কোন সংগঠন নেই। শুধু ইডি, সিবিআই দিয়ে নির্বাচন যেটা যায় না। বাংলার মানুষ জানে তাদের রক্ষাকর্তা কে। তাই আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল ভালো ফল করবে এবং বিধানসভা নির্বাচনে রাজ্যে আবার ক্ষমতায় আসবে।