দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ —মানুষের হাতে ঈশ্বরের আশীর্বাদ তুলে দিলেন পাপিয়া পাল

জলপাইগুড়ি, ৫ জুলাই : দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের পবিত্র প্রসাদ এবার পৌঁছে গেল জলপাইগুড়ির সাধারণ মানুষের ঘরে। শনিবার জলপাইগুড়ি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে পুরমাতা তথা ওয়ার্ড কাউন্সিলর পাপিয়া পাল নিজ হাতে এলাকার সাধারণ মানুষের মধ্যে বিতরণ করলেন জগন্নাথ দেবের প্রসাদের প্যাকেট

এই অভিনব উদ্যোগে খুশি সকলেই। প্রসাদ হাতে পেয়ে এলাকার বহু মানুষ বলেন, “দিঘায় যাওয়া সম্ভব হয় না। কিন্তু আজ ঘরে বসেই পেয়ে গেলাম জগন্নাথের আশীর্বাদ।”

Distribution of Prasad from Jagannath Temple in Digha - Papiya Pal delivers God's blessings to the people

পাপিয়া পাল বলেন, “জগন্নাথ দেবের আশীর্বাদ যেন সকলের ঘরে পৌঁছায়, সেই ভাবনা থেকেই এই ক্ষুদ্র প্রয়াস। মানুষের মুখের হাসিই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”

প্রসাদ বিতরণ চলে ওয়ার্ডের বিভিন্ন পাড়া ও অঞ্চলে। শহরের এই মমত্ববোধময় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *