তিস্তা নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরার বিরুদ্ধে জেলা মৎস্য দপ্তরের মাইকিং, সচেতনতার বার্তা

জলপাইগুড়ি, ৭ ফেব্রুয়ারি: সাধারণ মানুষকে সচেতন করতে জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। সম্প্রতি তিস্তা নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরার অভিযোগ ওঠে, যা পরিবেশের পক্ষে বিপজ্জনক এবং জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।

সম্প্রতি তিস্তার জলে মৃত অবস্থায় ভেসে উঠতে দেখা গিয়েছিল বোরলি, খোকসা, আর, বোয়াল সহ নদীর বিভিন্ন মাছ। এরপরই এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করতে তৎপর হয় মৎস্য দপ্তর।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের সুকান্ত নগরসহ বিভিন্ন এলাকায় মৎস্য দপ্তরের পক্ষ থেকে প্রচার চালানো হয়।

স্থানীয় বাসিন্দা মনোজিত রায় বলেন, “এভাবে বিষ দিয়ে মাছ মারা খুবই বিপজ্জনক। এতে শুধু মাছ নয়, নদীর জলও দূষিত হয়। প্রশাসন যদি কড়া পদক্ষেপ নেয়, তাহলে এই সমস্যা বন্ধ হতে পারে।”

মৎস্য দপ্তরের কর্মী চন্দন রায় বলেন, “আমরা সচেতনতার প্রচার করছি, যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন যে এই ধরনের কাজ পরিবেশের জন্য কতটা ক্ষতিকর। পাশাপাশি, যারা এই কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

District Fisheries Department's miking against fishing with poison in Teesta River

বিশেষজ্ঞদের মতে, বিষ প্রয়োগ করে মাছ ধরলে শুধু মাছ নয়, জলজ প্রাণী ও পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এই অবৈধ কাজ বন্ধ করতে প্রশাসন ও সাধারণ মানুষকে একসঙ্গে উদ্যোগ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *