মাল নদীর ঘটনা কিভাবে হল তা জানতে নদী বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত করার আশ্বাস জেলাশাসকের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ অক্টোবর : মাল নদীতে হরপা বানের মত ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সময় প্রশাসন সক্রিয় ছিল তা না হলে আরও অনেকের মৃত্যু হওয়ার সম্ভবনা ছিল জানালেন জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা। অন্যদিকে ভুটানের ভারী বৃষ্টির পূর্বাভাস জানতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সাংবাদিক বৈঠক করে শুক্রবার জানালেন জেলাশাসক। তিনি আরও বলেন মাল নদীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভাসান ও ছট পুজোর ঘাটে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হচ্ছে। মাল নদীর ঘটনা কিভাবে হল তা জানতে নদী বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত করার আশ্বাস দিলেন জেলাশাসক। উল্লেখ্য মাল নদীতে ভাসানের সময় হরপা বানের ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে।

District Magistrate assured to investigate with river experts to find out how the Mal river incident happened

মৃতের পরিবারকে রাজ্য সরকারের তরফে দুই লক্ষ টাকা ও জখমদের পঞ্চাশ হাজার টাকা সাহায্য তুলে দেওয়া হয়েছে। নতুন করে কেউ নিখোঁজ নেই, কিংবা নিখোঁজের কোন অভিযোগ জমা পরেনি কোথাও। জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, ঘটনাস্থলে জেসিবি ছিল। সেই জেসিবিতে অনেককে উদ্ধার করা হয়েছে। এছাড়া সিভিল ডিফেন্স সদস্যরা দড়ি দিয়ে অনেককে উদ্ধার করেছেন। তা না হলে আরও অনেকের মৃত্যু হত। অন্যদিকে নদীতে বাধ দেওয়ার অভিযোগ উঠেছে এরকম কোন ঘটনা ঘটেনি। কারণ ভাসানের দিন নদীতে অল্প জল ছিল। কিন্তু হরপা বান আভাস পাওয়া মাত্রই মাইকিং করা হয়েছে। সঙ্গে সঙ্গে অনেকে ঘাটের উপরে উঠে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *