সিবিআইকে তদন্তের অনুমতি দেননি কোচবিহারের জেলাশাসক। কারণ দর্শানোর নির্দেশ সার্কিট বেঞ্চের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ ফেব্রুয়ারি’২৪ : ২০২১ সালের বিধানসভা নির্বাচনের দিন কোচবিহার জেলার শীতলকুচির বাসিন্দা আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনায় CBI তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে।

District Magistrate of Cooch Behar did not allow CBI to investigate.  Order to show cause by Circuit Bench

কোচবিহারের জেলাশাসক CBIকে তদন্তের অনুমতি দেন নি বলে CBI আদালতে চার্জশিট পেশ করতে পারেনি বলে অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অ্যাসিস্ট্যান্ট সলিসিটার জেনারেল সুদীপ্ত মজুমদার বলেন, শীতলকুচিতে আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনায় CBI তদন্ত করে চার্জশিট পেশ করতে পারে নি। এই ঘটনায় যেহেতু আর্মস অ্যাক্ট এবং এক্সপ্লোসিভ অ্যাক্টের ক্ষেত্রে জেলাশাসকের বিশেষ অনুমতির প্রয়োজন, সেই অনুমতি জেলাশাসক দেন নি। তাই বিষয়টি বিচারপতিদের নজরে আনা হল। আগামী ১০ দিনের মধ্যে এর কারন দর্শানোর রিপোর্ট জমা দিতে বলা হয়েছে জেলাশাসককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *