জলপাইগুড়ি : স্কুলের শিশুদের সঙ্গে বসে খাবার খেলেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন। তাঁর সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ গণপত খণ্ডবহালে ও জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারী গ্রাম পঞ্চায়েতের স্থানীয় একটি বিদ্যালয় পরিদর্শনে আসেন জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বিদ্যালয়ের মিড ডে মিলে দেওয়া শিশুদের খাবারের মান কেমন রয়েছে তার খতিয়ে দেখতে খাবারের টেবিলে সকলেই বসে পড়েন তারা। শিশুদের জন্য কি ধরনের চাল, তেল, নুন সহ অন্যান্য খাদ্যসামগ্রী দিয়ে রান্না করা হয় তা সরেজমিনে খতিয়ে দেখেন জেলাশাসক এবং পুলিশ সুপার। খাদ্যসামগ্রীর কিছু কিছু নমুনা পরীক্ষা করে দেখার জন্য সংগ্রহ
করেন তারা। রান্নার মান নিয়ে স্কুলের শিশুদের সঙ্গেও কথা বলেন তারা। এছাড়া স্কুলের রান্নাঘরের পরিবেশ কেমন রয়েছে তাও খতিয়ে দেখেন জেলাশাসক ও পুলিশ সুপার।