কার্তিক ভান্ডারী, বীরভূম, নানুর : জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল আজ। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের পক্ষ থেকে। সোমবার নানুর সি এম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল, পেন ও জলের বোতল তুলে দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

পরীক্ষার্থীদের এই বিশেষ দিনে শুধু জেলা সভাধিপতি নন, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত ভট্টাচার্যসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। বিদ্যালয়ের বাইরে পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য বসার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। সেখানে গিয়ে অভিভাবকদের সঙ্গে সময় কাটান কাজল শেখ।

তিনি বলেন, “পরীক্ষা জীবনের বড় লড়াইগুলোর মধ্যে একটি। মনোযোগ ও আত্মবিশ্বাস থাকলে সাফল্য আসবেই। আমি সমস্ত পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানাই।”

বিদ্যালয় চত্বরে এমন উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা।