সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ ডিসেম্বর’২৩ : চা বাগান বন্ধ ,অপুষ্টিজনিত রোগে চা বাগানের শ্রমিকরা মারা যাচ্ছে। জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা রয়েছে। তারই ভিত্তিতে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের স্লোগান “জাগো জনতা জাগো, ডিএম অফিস চলো”। এই স্লোগানকে সামনে রেখে আগামী 24শে জানুয়ারি জেলা কংগ্রেসের কর্মসূচি পালিত হতে চলেছে। সে বিষয়ে রবিবার জেলার বিভিন্ন ব্লকের কংগ্রেস কর্মীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে। সেই সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ জেলা কংগ্রেসের অন্যান্য নেতা ও নেতৃত্বরা। ২৪ শে জানুয়ারির আগে ১০ই জানুয়ারি থেকে জেলার বিভিন্ন সমস্যারগুলো নিয়ে বিভিন্ন ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচিও পালন করা হবে বলে পিনাকী বাবু বলেন।
জলপাইগুড়ি জেলা কংগ্রেসের “ডিএম অফিস চলো” কর্মসূচি