বাবুপাড়া দুর্গাপূজা এন্ড কালচারাল ক্লাবের ১১১ বছরের পুজোর থিম জানেন?

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ সেপ্টেম্বর : জলপাইগুড়ি শহরের দুর্গাপুজো কমিটিগুলোর মধ্যে বাবুপাড়া দুর্গাপূজা এন্ড কালচারাল ক্লাবের পুজোর গুরুত্বই আলাদা। বিগত বছরগুলোতে করোনা পরিস্থিতিতে নিয়ম করেই শুধু পুজা হয়েছে। এবছর মন্ডপ তৈরি করে বড়ো পুজোর আয়োজন করা হচ্ছে। এবারে ১১১তম পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। এবারের পুজোর থিম মহারাষ্ট্রের আদিবাসী সম্প্রদায়ের বসত বাড়ির আদলে তৈরী হচ্ছে পুজো মন্ডপ ।

মন্ডপে প্রতিমা থাকছে ঢাকের সাজের । বেতের ঝুড়ি দিয়ে তৈরী হচ্ছে আলোকসজ্জাও । হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি পূজার, তাই এখন জোরকদমে চলছে পুজো মন্ডপ তৈরীর কাজ। পুজো মন্ডপ তৈরীতে শিল্পীর পাশাপাশি পুজো কমিটির সদস্যরাও হাত লাগিয়েছেন। এদিন দেখা গেল পুজা কমিটির সম্পাদিকাকে নিজের হাতেই তিনি মন্ডপ সজ্জায় তুলির টান দিচ্ছিলেন।

Do you know the theme of 111 year puja of Babupara Durga Puja and Cultural Club?

পুজো কমিটির সম্পাদিকা দিপালী দাসগুপ্ত বলেন, আমাদের দুর্গাপুজো বরাবরই দর্শনার্থীদের নজর কাড়ে। এবারও দর্শকদের মনজয় করবে। গত দুই বছর করোনা পরিস্থিতি থাকায় বড় করে পুজা করা হয়নি। এবার করোনা স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় জাকজমকপূর্ণ পুজো হচ্ছে। পুজোর কয়েকদিন মন্ডপে ধুনচি নৃত্যর পাশাপাশি মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতাও হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *