আমিরুল ইসলাম, মালদা, ২২ সেপ্টেম্বর’২৩ : এবার দুয়ারে ডাক্তার! রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবিরে মিলবে চিকিৎসা পরিষেবাও। সপ্তম দুয়ারে সরকার শিবিরে একাধিক সরকারি পরিষেবা যুক্ত করার পাশাপাশি চিকিৎসা পরিষেবাও দেওয়ার উদ্যোগ প্রশাসনের। ইতিমধ্যে মালদহ জেলার বিভিন্ন ব্লকে দুয়ারে সরকার শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন। গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা সহজে পৌঁছে দিতে এমন উদ্যোগ। মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার প্রতিটি ব্লকে দুয়ারে সরকার শিবিরে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। একদিন করে প্রতিটি শিবিরে চিকিৎসক সহ একটি মেডিকেল টিম উপস্থিত থাকবে।

দুয়ারে ডাক্তার শিবিরে মালদহ মেডিকেল কলেজে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকবেন। বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা উপস্থিত থাকবেন শিবির গুলিতে। এই শিবির গুলিতে মূলত বিভিন্ন রোগ নির্ণয় থেকে শুরু করে মেডিসিন বিভাগের বিভিন্ন পরিষেবা মূলত দেওয়ার পরিকল্পনা হয়েছে। মালদহ জেলায় প্রতিদিন একটি করে শিবিরে দুয়ারে ডাক্তার পরিষেবা মিলবে। জেলার ১৫ ব্লকেই আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই পরিষেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যে শুরু হয়েছে দুয়ারে ডাক্তার পরিষেবা।
দুয়ারে সরকার কর্মসূচিতে নজরকাড়া সাফল্য মিলেছে। আর আজ তারই রেশ দেখা গেল দুয়ারে ডাক্তার কর্মসূচিতেও। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের হাইস্কুল মাঠে এই কর্মসূচিতে ১৫০ জন বাসিন্দা নিখরচায় চিকিৎসা পরিষেবা ও ওষুধ পেলেন। হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালের চোখ, কান, ত্বক, শিশুরোগ, রোগের চিকিৎসকরা পরিষেবা দেন। এদিন দুয়ারে ডাক্তার ক্যাম্পে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাহাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ এ কে মন্ডল উপস্থিত ছিলেন । তিনি জানান বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে হাজার খানেক রোগীর আসার আশঙ্কা ছিল কিন্তু আবহাওয়া খারাপ থাকায় অনেকে এসে পৌঁছাতে পারেনি প্রায় ১৫০ জন রোগী চিকিৎসা করাই এদিন ক্যাম্পে। একই সঙ্গে এলাকা জুড়ে ডেঙ্গি, ম্যালেরিয়া-সহ নানা ধরনের জ্বরের প্রকোপ বাড়ায় শিবির থেকে সচেতনতার প্রচার হয়।