বিশ্বজিৎ নাথ : ফের আক্রমণাত্মক ভঙ্গিমায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার আরামবাগের দৌলতপুরে বিজেপির জেলা কার্যালয়ে কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে দলীয় কর্মীদের উদ্দেশে সোজাসাপ্টা বার্তা দিলেন—“মার খেয়ে বাড়ি আসবেন না, পারলে পাল্টা দিন।”

জোড়াসাঁকোর সভার পর এদিন আরামবাগেও বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে ‘মহাগুরু’র গলায় স্পষ্ট লড়াকু সুর। বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে বুথস্তরে রুখে দাঁড়াতে হবে। মাটি কামড়ে পড়ে থাকতে হবে।” কর্মীদের সঙ্গে আরও সরাসরি যোগাযোগ রাখতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর বিলি করে মিঠুন জানান, কারও যদি কোনও অভিযোগ থাকে, তা যেন তাঁকে সরাসরি জানানো হয়।

সাংবাদিকদের প্রশ্নে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের নাম উঠতেই ক্ষোভে ফেটে পড়েন মিঠুন। নাম না করে তাঁর কটাক্ষ—“পচা নর্দমার কথা বলবেন না, গন্ধ ছড়াবে।” এর পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সরকারের আমলে মা-বোনদের কোনও সুরক্ষা নেই। চারপাশে অনিরাপত্তার পরিবেশ।”
একদিকে যেমন কর্মীদের আত্মরক্ষায় পাল্টা জবাব দেওয়ার বার্তা, অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ—সব মিলিয়ে মিঠুন চক্রবর্তীর বক্তব্যে যেন স্পষ্ট হয়ে উঠল ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগাম সুর।