ডুয়ার্সে অশান্তি : বন্যা দুর্গতদের খোঁজে গিয়ে হামলার মুখে বিধায়ক শংকর ঘোষ ও সাংসদ খগেন মূর্মূ

ডুয়ার্স : ডুয়ার্সের নাগরাকাটায় তীব্র রাজনৈতিক উত্তেজনা। এলাকার মানুষ যখন বন্যার দাপটে সর্বস্বান্ত – ঠিক তখনই দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে অশান্তির কেন্দ্রে পড়লেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ এবং সাংসদ খগেন মূর্মূ।

সোমবার তাঁরা পৌঁছেছিলেন নাগরাকাটার বন্যাপীড়িত এলাকা পরিদর্শনে। উদ্দেশ্য ছিল বানভাসি মানুষদের দুঃখ-দুর্দশা সরেজমিনে দেখা এবং প্রশাসনিক তৎপরতা নিয়ে তাঁদের অভিযোগ শোনা। তবে সদিচ্ছার সেই সফর মুহূর্তে রণক্ষেত্রের রূপ নেয়।

স্থানীয় সূত্রে খবর, তাঁদের গাড়ি এলাকা প্রবেশ করতেই একদল উত্তেজিত মানুষ ঘিরে ধরে। অভিযোগ, মুহূর্তের মধ্যে শুরু হয় ইট-পাথর ছোড়া। বিধায়ক শংকর ঘোষের গাড়ির জানলার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। মাথা ফেটে যায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর। আতঙ্ক ছড়ায় আশেপাশে উপস্থিত মানুষদের মধ্যে। হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হন, যাঁদের মধ্যে তিনজন সাংবাদিকও রয়েছেন বলে জানা গেছে।

বিজেপির তরফে অভিযোগ, এই হামলার পেছনে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মীরা ছিল। তাঁদের দাবি, বন্যা দুর্গতদের দুরবস্থা নিয়ে বিজেপি সরব হোক—তা চাইছিল না শাসক শিবির। ফলে পরিকল্পিতভাবেই এই আক্রমণ চালানো হয়েছে। তবে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব সেই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, “মানুষ বন্যার কষ্টে ক্ষুব্ধ হয়ে নিজে থেকেই প্রতিক্রিয়া দেখিয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।”

ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে, তবে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। বন্যা যেমন ডুয়ার্সবাসীর ঘরে ঘরে ক্ষোভের স্রোত এনেছে, তেমনি রাজনৈতিক মঞ্চেও তার ঢেউ স্পষ্ট হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *