আম্রুত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা পৌঁচ্ছে দেওয়ার কাজ শুরু হল জলপাইগুড়িতে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ ডিসেম্বর’২৩ : জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে আম্রুত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা পৌঁচ্ছে দেওয়ার কাজ শুরু করেছে। শুক্রবার শহরের তিন নম্বর ওয়ার্ডে এই প্রকল্পের কাজ শুরু হল স্থানীয় কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডলের উপস্থিতিতে। পুরসভার জল বিভাগের আধিকারিক ও কর্মীদের নিয়ে এ দিন সার্ভে করে জলের সংযোগ দেওয়া হচ্ছে।

Door to door drinking water service has started in Jalpaiguri through Amrut project

সেনপাড়ার মিলন বেকারি এলাকার এ দিন বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়ার যন্ত্রাংশ বসানো হচ্ছে। ওয়ার্ডের প্রত্যেক পরিবার পিছু একটি করে জলের সংযোগ দেওয়া হবে জানানো হয় পুর কর্তৃপক্ষের উদ্যোগে। তিন নম্বর ওয়ার্ডে প্রায় এক হাজার আটশোটি জলের সংযোগ বসতে চলছে। সম্পূর্ণ বিনে পয়সার এই পরিষেবা দেওয়া হবে পুর নাগরিকদের বাড়ি বাড়ি জানালেন কাউন্সিলর স্বরূপ মণ্ডল।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *