জলপাইগুড়িতে শ্রদ্ধায় স্মরণ ডঃ রাধাকৃষ্ণণকে, সংবর্ধিত সমাজসেবী মানিক হাজরা

জলপাইগুড়ি : ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের তিরোধান দিবসে বৃহস্পতিবার শানুপাড়ায় আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে দিনটি পালিত হল যথাযোগ্য মর্যাদায়। আয়োজনটি করে শিক্ষক দিবস উদযাপন কমিটি, শানুপাড়া।

শ্রদ্ধার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা ও ইতিবাচক মূল্যবোধের বার্তা দিতে এদিন সম্মান জানানো হয় সমাজসেবী মানিক হাজরাকে। তাঁকে মঞ্চে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় তাঁর দীর্ঘদিনের সমাজসেবামূলক কাজের জন্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শানুপাড়া উদযাপন কমিটির সভানেত্রী আলপনা নাগ, বিশিষ্ট ব্যক্তিত্ব গণেশ ঘোষ ও পার্থ বন্দ্যোপাধ্যায়সহ বহু বিশিষ্ট জন। সকলে মিলে ডঃ রাধাকৃষ্ণণের জীবনদর্শন ও শিক্ষাবিষয়ে অবদানের স্মরণে শ্রদ্ধা জানান।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যেমন শ্রদ্ধা জ্ঞাপন করা হল একজন মহান দার্শনিক ও রাষ্ট্রনায়ককে, তেমনই তুলে ধরা হল সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিকদের সম্মানিত করার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *