বিশ্বজিৎ নাথ : সকালে অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফেরার পথে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন অঙ্কন শিক্ষক নিরুপম পাল। তিনি নন্দননগরের বাসিন্দা।
ঘটনাটি ঘটে যখন কিছু যুবক-যুবতী রাস্তায় বসে প্রকাশ্যে মদ্যপান করছিল। নিরুপম বাবু প্রতিবাদ করতেই তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। শুধু তাই নয়, তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। স্থানীয়রা এগিয়ে আসতেই পালিয়ে যায় অভিযুক্তরা।
অভিযুক্তদের হাতে নিগৃহীত হয়ে আতঙ্কিত নিরুপম পাল ও তাঁর পরিবার বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই নিমতা থেকে মন্দিরা মুখার্জি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।