ভিজে ভিজে স্বপ্নপূরণ : শিলিগুড়িতে আরসিবি জয়ের জোয়ারে ভাসল ভেনাস মোড়

শিলিগুড়ি : ১৭ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান! আইপিএলের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। মঙ্গলবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৩ রানে রুদ্ধশ্বাস জয় তুলে নিল বিরাট কোহলির দল। আর সেই জয়ের পর শহর শিলিগুড়ি যেন রঙে, সুরে, জলে ও আবেগে ডুবে গেল।

বর্ষার রাতেও বাঁধ মানল না আবেগ। রাত যত গড়িয়েছে, শিলিগুড়ির ভেনাস মোড় ততই পরিণত হয়েছে লাল-কালো সমুদ্রে। টানা বৃষ্টিকে তুচ্ছ করে শ’খানেক RCB সমর্থক নামলেন রাস্তায়। হাতে বিরাট কোহলির কাটআউট, পতাকা, পোস্টার আর কণ্ঠে “Ee Sala Cup Namde” স্লোগান।আতসবাজি, ঢাক আর বিজয়োৎসবের হর্ষধ্বনিতে ছুঁয়ে গেল শহরের আকাশ।

একজন ভক্ত আবেগে ভেজা গলায় বলেন, “এই জয়টা শুধু ক্রিকেট নয়, এটা আবেগ, ভালোবাসা আর অপেক্ষার ফসল। কোহলি যখন কেঁদে ফেলল, তখন আমরাও থেমে থাকতে পারিনি।” কারও পায়ে জুতো নেই, কাঁধে জল গড়িয়ে পড়ছে, কিন্তু তবুও গায়ে উত্তেজনার আগুন।

Dream come true: Venus More is flooded with RCB's victory in Siliguri

শুধু শিলিগুড়ি নয়, গোটা দেশেই উৎসব। আরসিবির এই প্রথম ট্রফি জয়ের সেলিব্রেশন হয়েছে দেশের নানা প্রান্তে। কিন্তু শিলিগুড়ির ভেনাস মোড় যেন নিজেই এক আলাদা ইতিহাস লিখে ফেলল — যেখানে ভিজে যাওয়া মানুষগুলো একসাথে জয়গানে মাতল, ঠিক যেমনটা স্বপ্নে দেখা যায়।

আইপিএল ২০২৫-এর এই চ্যাম্পিয়নশিপ শুধু একটি দলের জয় নয়, এটা ক্রিকেটপ্রেমীদের এক প্রজন্মের অপেক্ষার ফসল। আর তারই রঙিন প্রতিফলন দেখা গেল শিলিগুড়ির রাস্তায় — যেখানে ক্রিকেট একটা ধর্ম, কোহলি একজন দেবতা, আর RCB এখন এক জীবন্ত আবেগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *