গৌরী হাটে পানীয় জলের প্রকল্প, উদ্যোগ হাট উন্নয়ন সমিতির

জলপাইগুড়ি: হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে পানীয় জলের প্রকল্প চালু করল জলপাইগুড়ির মোহিতনগর এলাকার গৌরী হাট উন্নয়ন সমিতি। হাট চত্বরে পাঁচটি জল সংরক্ষণ রিজার্ভার ট্যাংক বসানো হয়েছে, যাতে হাটে আসা প্রতিটি মানুষ পর্যাপ্ত পানীয় জল পেতে পারেন।

প্রতি মঙ্গলবার গৌরী হাটে প্রচুর মানুষের ভিড় হয়। দূরদূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতারা আসেন, কিন্তু দীর্ঘদিন ধরেই এলাকায় পানীয় জলের সমস্যা ছিল। সেই কথা মাথায় রেখে হাটের ব্যবসায়ীদের জমানো অর্থ থেকেই এই প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে।

Drinking water project at Gauri Hat; initiative of Hat Development Association

গৌরী হাট উন্নয়ন সমিতির সম্পাদক সঞ্জিত কর্মকার জানিয়েছেন, “আগামী দিনে আরও দুটি রিজার্ভার ট্যাংক বসানো হবে, যাতে পানীয় জলের আরও ভালো ব্যবস্থা করা যায়।”

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাটে আসা ক্রেতা-বিক্রেতারা। হাটের পরিবেশ উন্নয়নে ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে উন্নয়ন সমিতির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *