শিলিগুড়ি : গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের সফল অভিযানে ৯৫ গ্রাম ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হল। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ মঙ্গলবার মুনি চা বাগান সংলগ্ন এলাকায় এই অভিযান চালায়।
সূত্রের খবর, শিলিগুড়িগামী একটি বাস থেকে নেমে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে ছিল এক ব্যক্তি, যার উদ্দেশ্য ছিল ব্রাউন সুগারের হাতবদল। পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার পকেটে থাকা কালো প্লাস্টিকের প্যাকেট থেকে ৯৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এরপরই তাকে ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয়।

ধৃতের নাম আব্দুল গাফফার, সে মালদার কালিয়াচকের বাসিন্দা বলে জানা গেছে। ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এনডিপিএস আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। বুধবার অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।