সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলা পরিষদ দ্বারা নির্মিত ধূপগুড়ি সুরেশ দে স্মৃতি মার্কেটের দ্বিতীয় পর্যায়ে ব্যবসায়ীদের হাতে চাবি হস্তান্তর হল বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদের হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন মোট ৬৩ জনকে চাবি হস্তান্তর করা হয়েছে। আরো বাকি ৬ জনের হাতে খুব দ্রুতই এই চাবি হস্তান্তর করা হবে বলে জেলা পরিষদ সূত্রে খবর। যিনি দোকান ঘরের দাবিতে ধর্ণায় বসছেন তাকেও বলব তার ঘরের চাবি গ্রহণ করতে। এদিনের অনুষ্ঠানের পর এমনই জানালেন ধুপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। কেননা যে অভিযোগ তিনি করছেন তা একেবারে ঠিক নয়। নিচ তলায় তাকে যথেষ্ট বড় একটি ঘর দেওয়া হচ্ছে। দ্রুত যাতে তিনি ওই ঘরটি নেন তার জন্য ফের অনুরোধ জানাবেন বলে জানান রাজেশ বাবু।

জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারি সভাধিপতি দুলাল দেবনাথ বলেন, আজ মোট ৬৩ জনের হাতে চাবি হস্তান্তর করা হল। জেলার বিভিন্ন ব্লকে জলপাইগুড়ি জেলা পরিষদের জমি বেদখল হয়েছে বাম আমলে। তার পুনরুদ্ধার করার প্রয়াস শুরু হয়েছে। বাম আমলে বিভিন্ন সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরাও এর সাথে যুক্ত ছিলেন বলে দাবি দুলাল বাবুর। প্রশাসনিকভাবে সমস্ত জমি পুনরুদ্ধার করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানান সহকারী সভাধিপতি ।