ডেঙ্গু সচেতনতায় দুয়ারে দুয়ারে ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার

আমিরুল ইসলাম, মালদা, ১৫ সেপ্টেম্বর’২৩ : বর্ষা শুরু হতেই রাজ্যে জুড়ে ক্রমশ বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ইতিমধ্যেই ডেঙ্গু মোকাবিলার জন্য রাজ্যের সমস্ত পুরসভাকে সতর্ক করেছে স্বাস্থ্য দফতর। সেই মর্মে বিভিন্ন এলাকায় পুরসভার তরফে ডেঙ্গু সচেতনতার জন্য ব্যাপক প্রচার চালাচ্ছে।

মালদা শহরের ইংরেজবাজার পুরসভার তরফেও ডেঙ্গু মোকাবিলার জন্য বাড়তি সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার সকালে পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার পুরসভার স্বাস্থ্য কর্মীদের নিয়ে নিজের ওয়ার্ডে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঢুকে ডেঙ্গু সচেতনতামূলক প্রচার চালান। শুধু তাই নয়, জমে থাকা জল থেকে কিভাবে মশার লার্ভা জন্মাচ্ছে সেই বিষয়ে সচেতন করেন তিনি। এই বিষয়ে কাউন্সিলর বলেন,‘আমাদের এদিকে আর এই ওয়ার্ডগুলোতে যদিও এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের কোন খবর নেই তবুও ডেঙ্গু মোকাবিলায় আমরা সতর্ক।

Dulal Sarkar Councilor of Engrezbazar Municipality door to door in dengue awareness


আমাদের পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছেন। আমরা প্রতিদিন প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার চালাচ্ছি সাথে আমাদের সাথে রয়েছেন পুরসভার ডেঙ্গু প্রতিরোধ কমিটির সদস্য সদস্যরা সঙ্গে স্বাস্থ্যকর্মীরাও তারাও বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন পাশাপাশি সচেতনতার প্রচার চালাচ্ছেন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *