জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরের এক আবাসনে এবারের দুর্গাপূজা রীতিমতো অন্যরকম নজির গড়ল। পুরুষ পুরোহিত নয়, মাঝবয়সী এক মহিলা পুরোহিতই এ বছর দেবী দুর্গার আরাধনায় পূজা সম্পন্ন করলেন।

আবাসনের বাসিন্দারা জানান, “দুর্গাপূজা আসলে নারীশক্তিরই আরাধনা। তাই আমরা ভেবেছি একজন নারীকে দিয়েই এই পূজা সম্পন্ন করা হোক। এতে পূজার মাহাত্ম্য আরও বেড়ে যায়।”
পুরোহিত শিখা চক্রবর্তী, যিনি জলপাইগুড়ি শহরের নিউ টাউন পাড়া এলাকার বাসিন্দা, ভক্তিভরে পূজা পরিচালনা করছেন। তিনি জানান, “মায়ের পূজা করতে পারাটা আমার কাছে অসাধারণ অভিজ্ঞতা। এখানে এসে খুব ভালো লাগছে। আবাসনের সকলেই আমাকে যে সম্মান দিয়েছে, তা ভোলার নয়।”
শিখা দেবী এর আগে শিলিগুড়ি শহর এবং কোরক হোমে দুর্গাপূজা সম্পন্ন করেছেন। অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হওয়ায় এবারে আবাসনের পক্ষ থেকে তাকেই পূজা করার অনুরোধ জানানো হয়।
আবাসনের বাসিন্দা সোমা ঘোষ ভৌমিক বলেন, “আমরা খুব আনন্দিত যে শিখাদিকে দিয়ে পূজা করাতে পেরেছি। ভক্তি আর নিষ্ঠার সঙ্গে তিনি যেভাবে দেবী আরাধনা করছেন, তাতে আমরা সকলেই আপ্লুত।”
এই বিশেষত্বের কারণে সাধারণ দর্শনার্থীরাও ভিড় জমাচ্ছেন ওই আবাসনের প্যান্ডেলে। অনেকেই বলছেন, সমাজের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে—আজ নারী কেবল ভক্তি নয়, পূজার আসনেও সমান সম্মান পাচ্ছেন।
জলপাইগুড়ির এই উদ্যোগ নিঃসন্দেহে এক নতুন দৃষ্টান্ত হয়ে রইল, যা আগামী দিনে আরও অনেক পূজাকে অনুপ্রেরণা দিতে পারে।