জলপাইগুড়ি, ১৭ আগস্ট : অতীতের ঐতিহ্য আর সংস্কৃতির আবহে রবিবার জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে অনুষ্ঠিত হল দুর্গাপূজোর কাঠামো পূজো। প্রতিবছরের মতো জন্মাষ্টমীর পরদিন রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে পূর্ণ নিয়ম-নিষ্ঠার মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা হয়। এবছর বৈকুন্ঠপুর রাজপরিবারের দুর্গাপূজো পা দিল ৫১৫তম বছরে— প্রায় সাড়ে পাঁচ শতাব্দী ধরে নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হয়ে আসা এই পূজা উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ঐতিহ্যের প্রতীক।

একই দিনে শুরু হয়েছে বৈকুন্ঠপুর রাজবাড়ির মনসাপূজোও, যা এবছরও পা দিল ৫১৫তম বর্ষে। টানা তিনদিন—১৭, ১৮ ও ১৯ আগস্ট পালিত হবে এই মনসাপূজা। প্রতিবছরের মতো এবছরও মেলার আয়োজন করা হয়েছে, যা চলবে ২৩শে আগস্ট পর্যন্ত। মেলার অন্যতম আকর্ষণ উত্তরবঙ্গের গ্রামীণ সংস্কৃতির অমূল্য সম্পদ ‘বিষহরি গান’, যেখানে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, হলদিবাড়িসহ বিভিন্ন এলাকা থেকে শিল্পীরা অংশ নেবেন।

রাজপরিবারের কুলপুরোহিত শিবু ঘোষালের পৌরোহিত্যে কাঠামো পূজো সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন রাজপরিবারের সদস্য প্রণত কুমার বসু, লিন্ডা বসু সহ রাজবাড়ির অন্যান্য সদস্যরা। পূজা শেষে প্রাচীন রীতি মেনে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী কাঁদো খেলা। লোককথা অনুযায়ী, জন্মাষ্টমীর পরদিন শ্রীকৃষ্ণ প্রথম এই খেলার সূচনা করেছিলেন এবং আজও সেই প্রথা অটুট রেখেছেন বৈকুন্ঠপুর রাজপরিবার।

রাজবাড়ির মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে স্থানীয় মানুষের পাশাপাশি দূরদূরান্তের ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে উৎসব মুখরিত হয়ে ওঠে রাজবাড়ি চত্বর।