
শিলিগুড়ি : শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, পূর্বাঞ্চল দুর্গা পুজো কমিটি রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু করল এবারের উৎসবের যাত্রা। ৩৬তম বর্ষে পা দেওয়া পুজোর এবারের থিম “স্বর্গ তব বোধে”। সকালেই পূজার্চনা, শঙ্খধ্বনি আর ঢাকের আওয়াজে মেতে ওঠে উদ্যোক্তারা ও এলাকাবাসী। খুঁটি পুজোয় অংশ নেন ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় বিশিষ্টজন ও অসংখ্য সাধারণ মানুষ।

শুধু আনুষ্ঠানিকতা নয়, খুঁটি পুজোর সঙ্গে সঙ্গেই উদ্যোক্তারা আয়োজন করেন বৃক্ষরোপণ কর্মসূচি। শহরকে সবুজ রাখার বার্তা দিতেই এদিন লাগানো হয় বহু চারাগাছ। উদ্যোক্তাদের বক্তব্য — “দেবীর আগমনের আগে পরিবেশ রক্ষার প্রতিজ্ঞাই আমাদের সত্যিকারের সামাজিক দায়িত্ব।”

খুঁটি পুজোর মধ্য দিয়েই শিলিগুড়ি শহরে পুজোর আমেজে ভেসে উঠল পূর্বাঞ্চল।