সংবাদদাতা, জলপাইগুড়ি,৯ অক্টোবর’২৩ : জলপাইগুড়ি শহরের দক্ষিণ বামনপাড়ার পূর্বাচল সংঘ ক্লাব ও পাঠাগারের এবারের দুর্গাপুজোর থিম “এক টুকরো সবুজ।” কোনো আর্টিফিশিয়াল বা নকল সামগ্রী দিয়ে নয়, সবুজের বার্তা দিতে সমগ্র পুজো মণ্ডপ এলাকাটিকে ছোট-বড় সবুজ গাছ ও লতাপাতা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। তবে এই প্রচেষ্টা একদিনে নয়, কয়েক মাস আগে থেকেই পরিকল্পনা ও বাস্তবায়ন করার কাজ শুরু করা হয় বলে জানালেন ক্লাবের সম্পাদক মৃদুল দেব।
তিনি জানালেন, বন্য প্রাণীরা লোকালয়ে চলে আসছে। জঙ্গলে তাদের খাদ্যাভাব দেখা দিচ্ছে। এজন্য এলাকার সকলের কাছে অনুরোধ করে এটি বীজ ব্যাঙ্ক তৈরি করি যেখানে মানুষ বিভিন্ন বীজগুলো ফেলে না দিয়ে আমাদের কাছে যাতে জমা দেন।
এবং আমরা বনদপ্তরের সাথে যোগাযোগ করে বৃক্ষরোপন কর্মসূচি নিয়েছি গত পরিবেশ দিবস উপলক্ষে। পাশাপাশি রথের দিন আমরা সমগ্র পুজো মণ্ডপটি সবুজে ঘিরে ফেলব বলেও পরিকল্পনা করি। তখন থেকেই বিভিন্ন ফল মূলের গাছ ও বীজ এখানে রোপন করতে শুরু করি। মা এবার বৃক্ষ রূপেই পুজিত হবেন এখানে। মায়ের দশ হাতে অস্ত্র নয়, থাকবে প্রকৃতির সেই সব উপাদান যা দিয়ে তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন বলে তিনি জানান।