টেট চলাকালীন প্রশ্ন পত্র ভাইরালকে ঘিরে চাঞ্চল্য!

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ ডিসেম্বর’২৩ : টেট চলাকালীন প্রশ্ন পত্র ভাইরালকে ঘিরে চাঞ্চল্য! আজ রবিবার ছিল রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষকের ২০২৩ এর টেট পরীক্ষা। এবার ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন টেট পরীক্ষার্থী রাজ্যজুড়ে মোট ৭৭৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিল। পরীক্ষার সময় ছিল দুপুর ১২ টা থেকে ২:৩০ মিনিট পর্যন্ত।

During Tet, the question paper viral sensation!

এবার শুধুমাত্র D.l.Ed উত্তীর্ণ পরীক্ষার্থীরাই পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। B.Ed উত্তীর্ণরা এই পরীক্ষায় বসার সুযোগ পায়নি। যদিও নিয়মিত টেট হলেও নিয়োগ হচ্ছে না বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। ২০২২ সালের ডিসেম্বর মাসেও টেট হয়েছিল। সেবার প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হন বটে, কিন্তু আইনি জটে নিয়োগ সম্ভব হয়নি। এবারও টেট চলাকালীন পরীক্ষার প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে অভিযোগ।

দুপুর ১টা থেকে এই প্রশ্নগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে বলে সূত্রের খবর। যদিও ভাইরাল হওয়া প্রশ্নপত্রের অভিযোগের সত্যতা যাচাই করেনি আমাদের চ‍্যানেল। আর এই অভিযোগ ঘিরে বিভ্রান্তি ছড়াল একাংশ পরীক্ষার্থীদের মধ্যে। পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর জলপাইগুড়ি ফনীন্দ্রদেব বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে ভাইরাল হওয়া প্রশ্নপত্র নিয়ে নিজেদের ক্ষোভ ব্যক্ত করেন পরীক্ষার্থীরা। তারা জানান, আমরা পরীক্ষা শেষে জানতে পারি প্রশ্নপত্রের একটি সেট পরীক্ষা শেষ হওয়ার অনেক আগেই ভাইরাল হয়েছে।

এই বিষয়ে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামল চন্দ্র রায় বলেন,”আমাদের কাছে টেট পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল হওয়ার কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে নিশ্চই বিষয়টি দেখা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *