রেল সংক্রান্ত বিভিন্ন দাবী দাওয়া নিয়ে বিক্ষোভ সভা ডিওয়াইএফআইয়ের

সংবাদদাতা, জলপাইগুড়ি : হলদিবাড়ি থেকে কলকাতাগামী ট্রেন অবিলম্বে চালু করা, তিন নম্বর ঘুমটিতে যাতায়াতের বিকল্প ব্যবস্থা সহ রেল সংক্রান্ত বিভিন্ন দাবী দাওয়া নিয়ে বিক্ষোভ সভা ডিওয়াইএফআইয়ের।

রেল মানচিত্রে বঞ্চিত জলপাইগুড়ি, দীর্ঘদিন এসএফআই, ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে রেল মানচিত্রে জলপাইগুড়িকে উন্নীত করার দাবিতে আন্দোলন করছে। রেল কর্তৃপক্ষ বারবার জলপাইগুড়ি শহরের জ্বলন্ত সমস্যা তিন নাম্বার ঘুমটি নিয়ে অনেক প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত উক্ত সমস্যার সমাধান হয়নি। অবিলম্বে তিন নাম্বার ঘুমটিতে উড়ালপুল বা আন্ডার পাস করে জলপাইগুড়ির পান্ডা পাড়া থেকে শুরু করে হলদিবাড়ি সাতপুরা বর্ডার পর্যন্ত মানুষের নিত্যদিনের দুর্ভোগকে লাঘব করার দাবি জানিয়ে রবিবার জলপাইগুড়ি স্টেশনের সামনে বিক্ষোভ সভা করে ডিওয়াইএফআই জলপাইগুড়ি শহর লোকাল কমিটি। অবিলম্বে তিন নাম্বার ঘুমটির যানযট নিরসনে বিকল্প ব্যবস্থা করা, জলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্ম বৃদ্ধি করা, অবিলম্বে তিস্তা তোর্সা সহ জলপাইগুড়ি হয়ে কলকাতা গামী ট্রেন হলদিবাড়ি থেকে চালু করার দাবী রাখেন নেতৃবৃন্দ। বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন দেবদূত পাল, বক্তব্য রাখেন প্রভাকর সরকার, দেবরাজ বর্মন, সুভায়ু পাল, পাপাই মোহাম্মদ, সোহিনী রায়, দীপশুভ্র সান্যাল, প্রদীপ দে, দেবব্রত ভৌমিক সহ নেতৃত্বরা।

তাছাড়া জলপাইগুড়ি রোড স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস ও পদাতিক এক্সপ্রেসের স্টপেজের লক্ষ্যে ডিওয়াইএফআইয়ের দীর্ঘ লড়াই আন্দোলনের কথা তুলে ধরে অবিলম্বে তিন নাম্বার ঘুমটিতে যানজট নিরসনে বিকল্প ব্যাবস্থা, জলপাইগুড়ি স্টেশনের উন্নতিকল্পে প্ল্যাটফর্ম সম্প্রসারণ, হলদিবাড়ি থেকে কলকাতা গামী ট্রেন অবিলম্বে চালু করা, পুনরায় তিস্তা তোর্সা এক্সপ্রেস হলদিবাড়ি থেকে চালু করার ক্ষেত্রে রেল কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণের দাবী জানান বক্তারা।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ জয়ন্ত কুমার রায় লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়ির উন্নয়নের বহু প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত জলপাইগুড়ি রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন মানুষের সামনে তা তুলে ধরার দাবি জানান বক্তারা।

জলপাইগুড়িবাসীর দীর্ঘদিনের দাবি জলপাইগুড়ি হলদিবাড়ি হয়ে ঢাকা কলকাতা ট্রেন চালানোর সেক্ষেত্রে এনজিপি ঢাকা মিতালী এক্সপ্রেস জলপাইগুড়ি উপর দিয়ে ফুল স্পিডে চলে গেলেও ঐতিহ্যবাহী ডিভিসনাল টাউন জলপাইগুড়ি স্টেশনে থামে না, অবিলম্বে জলপাইগুড়ি স্টেশনে এই ট্রেনের স্টপেজ এর দাবি তোলেন বক্তারা।

বিক্ষোভসভা চলাকালীন এই দাবি গুলি নিয়ে পথ চলতি মানুষের সই সংগ্রহ করেন যুব আন্দোলনের কর্মীরা। জলপাইগুড়ি স্টেশন বাজারে বাজার করতে আসা বহু মানুষ ব্যাগ হাতে দাঁড়িয়ে যুবদের বক্তব্য শোনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *