ইডির হানা ধূপগুড়িতে, বাজেয়াপ্ত করলো চিটফান্ড সংস্থার জমি

সংবাদদাতা, জলপাইগুড়ি : ধূপগুড়ি শহরে আচমকা ইডির হানায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধূপগুড়ি পুর এলাকার ৬ নং ওয়ার্ডের সিনেমা হল পাড়াতে ‘প্রতিজ্ঞা হাউসিং ফিনান্স’ নামে এক অর্থলগ্নি সংস্থার জমিতে এদিন হানা দেন পাটনা থেকে আসা তিন সদস্যের ইডি আধিকারিকদের দল। সঙ্গে ছিল ধূপগুড়ি ব্লক ভূমি আধিকারিক এবং ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী।

এই অভিযানের নেতৃত্ব দেন ইডি পাটনা শাখার অ্যাসিস্টেন্ট ডিরেক্টর প্রবীণ কুমার ঝা। তবে তার আগে ধূপগুড়ি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গিয়ে বিএলআরও এর সঙ্গে দেখা করে দলটি। এরপর তারা প্রতিজ্ঞা হাউসিং ফিনান্সের জমিতে আসে। বর্তমানে এই জায়গাতে স্থানীয় নবজীবন সংঘের তরফে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র চলছে।

এরপর আদালতের রায়ে প্রতিজ্ঞা চিটফান্ডের দশম জমি বাজেয়াপ্ত করে সেখানে নোটিস লাগিয়ে দেওয়া হয়। ইডি আধিকারিক প্রবীণ কুমার ঝা জানান, ‘প্রতিজ্ঞা হাউসিং ফিনান্স’ ২০০৯ সাল থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে টাকা তুলতে শুরু করে। তবে বিহারে তাদের কর্মকান্ড ছিল বেশি। এরপর ২০১৩ সালে সেই কোম্পানি মানুষের টাকা নিয়ে গায়েব হয়ে যায়। সেই ঘটনা নিয়ে বিহার, কাটিহার সহ বিভিন্ন জায়গায় মামলা দায়ের করে আমানতকারিরা। এরপরে ২০১৬ সালের ইডি’র হাতে এই মামলাটি আসে। এরপরেই দেশজুড়ে তদন্ত শুরু করে ইডি। তদন্তে নেমে বিহারে ৯ টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আজ সেই ঘটনার তদন্তে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে আসে ইডি। ধূপগুড়িতে প্রতিজ্ঞা গ্রুপের যে সম্পত্তি ছিল তা বাজেয়াপ্ত করা হয় এবং সেখানে নোটিশ লাগিয়ে দেওয়া হয়। বলা হয় সেখানে কোনরকম নির্মাণ কাজ কিংবা সেই সম্পত্তি কেনাবেচা করা যাবে না। প্রবীণ বাবু জানান, সব মিলে এখনও পর্যন্ত প্রায় আড়াই কোটি টাকার জমি বাজেয়াপ্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *