নববর্ষে সন্মানপ্রাপ্তি জলপাইগুড়ি নিউজের সম্পাদকের

সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি নিউজের নববর্ষের শুভ সূচনা হল প্রাপ্তিযোগ দিয়ে। জলপাইগুড়ি নিউজ উত্তরবঙ্গের এই ডিভিশনাল শহর জলপাইগুড়ি থেকে নিয়মিত জলপাইগুড়ি তথা রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তের নানান সংবাদ পরিবেশন করে আসছে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটের মাধ্যমে। আমাদের প্রধান উদ্দেশ্য জলপাইগুড়ির ছোট থেকে ছোট গঠনমূলক উদ্যোগের সংবাদ বিশ্বের দরবারে তুলে ধরা। আপামর জলপাইগুড়িবাসীর ভালোবাসায় আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের উদ্যেশ্যপূরণে। তারই মাঝে আপনাদের ভালোবাসার প্রাপ্তিযোগ হলে আরো ভালো লাগে।

শনিবার বাংলা নতুন বছরের প্রথম দিনে জাভেদ হাবিব জলপাইগুড়ি তাদের ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে সংবর্ধনা দিল সমাজের তিন ক্ষেত্রের তিন কৃতীকে। জলপাইগুড়ি News এর সম্পাদক ও সাংবাদিক হিসাবে পিনাকী রঞ্জন পাল, সমাজসেবী হিসেবে গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস এবং লেখক হিসেবে মৃগাঙ্ক ভট্টাচার্য কে।

এক ঘরোয়া অনুষ্ঠানে এই তিনজনকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক এবং উপহার তুলে দেন জাভেদ হাবিব জলপাইগুড়ি কতৃপক্ষ। জলপাইগুড়ি শহরে বিগত এক বছর যাবৎ এই সংস্থা সাফল্যের সাথে কাজ করে চলেছে। এদের প্রশিক্ষিত কর্মীদের অমায়িক ব্যবহার ও কাজে মুগ্ধ গ্রাহকরা।

জলপাইগুড়ি নিউজ এর সম্পাদক ও সাংবাদিক পিনাকী রঞ্জন পাল জাভেদ হাবিব জলপাইগুড়ির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এই ধরনের সংবর্ধনা কাজের প্রতি দ্বায়িত্ব বাড়িয়ে দেয়। আমাদের লোকবল, পরিকাঠামো তেমন নেই বললেই চলে।

শুধুমাত্র মোবাইলের মাধ্যমে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের যাবতীয় কাজ করে থাকি। কিন্তু যেটা রয়েছে সেটা হল কাজের প্রতি নিষ্ঠা, ভালোবাসা। কোন রং চড়িয়ে নয়, কোন মসলা মাখিয়েও নয়, শুধুমাত্র নির্ভেজাল সংবাদ পরিবেশন আমাদের লক্ষ। আগামীদিনে আরো নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আসবো যা আপনাদের পছন্দ হবে বলে আশাকরি।

দেখুন ভিডিও


সমাজসেবী অঙ্কুর দাস ও লেখক মৃগাঙ্ক ভট্টাচার্য দুজনেই এই সংস্থার ভূয়সী প্রশংসা করেন তাদের বক্তব্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *