বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৯ মার্চ’২৪ : জেঠু অর্জুন সিংয়ের বিরুদ্ধে ভাইপো সৌরভ সিংকে মুখ্য নির্বাচনী এজেন্ট করে মাস্টার স্ট্রোক দিয়েছেন ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। স্বভাবতই কঠিন নির্বাচনী যুদ্ধে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের রথের সারথি হয়েছেন তরুণ ব্রিগেডের সৌরভ সিং। যদিও বিদায়ী সাংসদ অর্জুন সিং বারবার দাবি করছেন, তাঁর ২হাজার ৮৩৬ টা ভাইপো আছে। পদবী সিং মানেই ভাইপো হয়ে যায়। তেমন কোনও এক ভাইপোকে তৃণমূল প্রার্থী নির্বাচনী এজেন্ট করেছেন। তাতে তিনি মাথা ঘামাতে নারাজ। যদিও জেঠুর এমন মন্তব্যের জবাবে তৃণমূল প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট সৌরভ সিং বলেন, তিনি অনিল সিং ওরফে ভীম সিংয়ের পুত্র। ভীম সিং কে ছিলেন, সেটা ওনাকে জিজ্ঞেস করুন। সৌরভের কথায়, জেঠু বিজেপি করছেন। আর তিনি তৃণমূল করছেন।
