জলপাইগুড়ি : রাজ্যজুড়ে বিদ্যুৎ নিরাপত্তা সপ্তাহ পালনের অংশ হিসেবে জলপাইগুড়িতে বিশেষ কর্মশালা ও সচেতনতা প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হলো। ৪ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচির শেষ দিনে, সোমবার, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থার উদ্যোগে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
জলপাইগুড়ি ক্ষেত্রের আঞ্চলিক ম্যানেজার সঞ্জয় মণ্ডল জানান, বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যজুড়ে বিগত কয়েকদিন ধরেই নানা সচেতনতা মূলক কর্মসূচি পরিচালিত হয়েছে। আজ ফিল্ডে বিদ্যুৎ সংক্রান্ত কাজে যুক্ত কর্মীদের জন্য বিশেষ কর্মশালার আয়োজন করা হয়, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিদ্যুৎ নিরাপত্তা নিয়ে প্রচার চালানো হয়।
এই কর্মসূচির মাধ্যমে বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ ব্যবহার এবং কর্মীদের সুরক্ষা বিষয়ে বিশেষভাবে আলোকপাত করা হয়। বিদ্যুৎ সংস্থা আশা করছে, এই প্রচার কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনার ঝুঁকি কমবে।