ডুয়ার্স : ডুয়ার্সের সবুজ জঙ্গলের বুক চিরে ছুটে চলা রেললাইনে ফের ঘটে গেল এক রুদ্ধশ্বাস ঘটনা। শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট নাগাদ সেভক ও গুলমা স্টেশনের মাঝামাঝি ২২/২ নম্বর পিলারের কাছে রেললাইনের উপর আচমকাই উঠে আসে একটি পূর্ণবয়স্ক হাতি ও তার শাবক। তবে চালকদ্বয়ের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়িয়ে গেল।

বঙ্গাইগাঁও-শিলিগুড়ি ডেমু এক্সপ্রেস ট্রেনটির চালক সঞ্জয় সরকার এবং সহকারী চালক রকি কুমার ট্রেনের হেডলাইটের আলোয় হাতি ও শাবককে দেখতে পান। মুহূর্তের মধ্যে দুজনেই আপৎকালীন ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। হাতি ও শাবক নির্বিঘ্নে রেললাইন পেরিয়ে জঙ্গলের দিকে চলে গেলে ট্রেন আবার গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

পরিবেশপ্রেমী মহল প্রশংসায় ভরিয়ে দিয়েছেন চালকদ্বয়কে। তাঁদের দ্রুত সিদ্ধান্ত ও সংবেদনশীলতার জন্যই আরও একটি প্রাণঘাতী দুর্ঘটনা এদিন এড়ানো সম্ভব হয়েছে।
উল্লেখযোগ্য, ডুয়ার্স অঞ্চলের বিস্তীর্ণ জঙ্গলপথের মধ্য দিয়ে রেললাইন ও সড়কপথ গিয়েছে। মাঝেমধ্যেই বন্যপ্রাণীরা এইসব রাস্তায় উঠে আসে, এবং আগেও চালকদের সতর্কতায় অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, যদিও কিছু মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষীও থেকেছে এই অঞ্চল।
প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকলো ডুয়ার্সের এই ঘটনার মুহূর্তটি।