জলপাইগুড়ি, রাজগঞ্জ: বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন তিস্তার চর জুড়ে ফের বুনো হাতির তাণ্ডব। গত কয়েকদিন ধরেই ছোট ছোট দলে ভাগ হয়ে প্রায় শতাধিক হাতির দল রাত নামলেই তিস্তা পাড়ের দুধিয়া ও টাকিমারি অঞ্চলে হামলা চালাচ্ছে। বৃহস্পতিবার গভীর রাতে সেই তাণ্ডব প্রাণ কেড়ে নিল দুই যুবকের।

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের টাকিমারির ১ নম্বর চর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, হাতির উপদ্রব রুখতে বনদপ্তরের সঙ্গে হাতি তাড়াতে গিয়েছিলেন এলাকাবাসী। সেই দলেই ছিলেন তুষার দাস ও নারায়ণ দাস নামে দুই যুবক। কিন্তু ভোররাতে ফেরার সময় এক দলছুট হাতির মুখে পড়ে প্রাণ হারান তাঁরা।

ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া। ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। তাঁরা অভিযোগ করেছেন, লাগাতার হাতির হানার পরেও বনদপ্তরের পক্ষ থেকে কোনও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি দুই যুবকের মৃত্যুর পর দীর্ঘ সময় কেটে গেলেও বনকর্মীরা ঘটনাস্থলে আসেননি বলেও অভিযোগ।

এই ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, অবিলম্বে হাতির দৌরাত্ম্য বন্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, নইলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।