জলপাইগুড়ি, ১৮ জুলাই : ডুয়ার্সের জলঢাকা নদীর চর থেকে এক পূর্ণবয়স্ক মাদী হাতির মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথম দেহটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে খবর যায় বনদফতর ও পুলিশের কাছে।

ঘটনাস্থল নাথুয়া রেঞ্জের অন্তর্গত। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বজ্রাঘাতে হাতিটির মৃত্যু হয়েছে। এলাকাবাসীরা জানিয়েছেন, জলঢাকা নদী সংলগ্ন চরে মাঝে মধ্যেই হাতির আনাগোনা দেখা যায়, তবে এমন মর্মান্তিক ঘটনা এই এলাকায় আগে খুব একটা ঘটেনি।

বনদফতরের আধিকারিকরা জানান, মৃত হাতির পাশে বজ্রপাতের চিহ্ন মিলেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলেই জানিয়েছেন বনকর্মীরা।
এই ঘটনায় একদিকে যেমন বনপ্রাণী সংরক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, তেমনি প্রকৃতির রোষে আর একবার বন্যপ্রাণীর মৃত্যু মন খারাপ করেছে পরিবেশপ্রেমী ও স্থানীয় বাসিন্দাদের।