কাঞ্চনকন্যার ধাক্কায় মংপং জঙ্গলে হাতির মৃত্যু; আহত আরেক বুনো প্রাণী

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৫ সেপ্টেম্বর :-
আবারও ডুয়ার্সে রেললাইনে হাতির মৃত্যু। বুধবার রাতে কালিম্পং জেলার মংপং জঙ্গলে শিয়ালদহগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারাল একটি কমবয়সি হাতি। একই সময়ে আরেকটি হাতি আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্য বর্ণনা করে বাসিন্দারা জানান, দু’টি হাতি একসাথে রেললাইন পার হচ্ছিল। একটি হাতি নিরাপদে চলে গেলেও অন্যটি প্রচণ্ড ধাক্কায় ছিটকে পড়ে যায় জঙ্গলে। গুরুতর জখম অবস্থায় কিছুক্ষণ লড়াই করেই শেষ পর্যন্ত মারা যায়। ঘটনায় প্রায় ৪০ মিনিট আটকে থাকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। পরে রাত ৭টা ৫০ মিনিটে ফের রওনা দেয় ট্রেনটি।

রাতেই রেল ও বনদপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছান। আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম দেবেন্দ্র সিং জানান, একটি হাতি আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে, যদিও মৃত্যুর কথাও উঠে এসেছে। তিনি আরও বলেন, ট্রেন সাময়িকভাবে থেমে যাওয়ার পর ফের চালু হয় এবং গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

ডুয়ার্সে রেললাইন ও হাতির চলাচল দীর্ঘদিন ধরেই এক অমীমাংসিত সংকট। এদিনের ঘটনায় ফের প্রশ্ন উঠছে— রেল চলাচল ও বন্যপ্রাণ সুরক্ষা কি একসাথে সম্ভব?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *