জলপাইগুড়ি : ভোরের নীরবতা ভেঙে ফের তাণ্ডব চালাল হাতির দল। জলপাইগুড়ি জেলার দুটি পৃথক এলাকায় শনিবার সকালে ঘটে হাতির আক্রমণ।
প্রথম ঘটনায় মাল মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের চেলধুরা এলাকায় দুটি হাতি ঢুকে পড়ে। একটি কাঁচা বাড়ি ভাঙচুর করার পাশাপাশি মাঠের ফসলও নষ্ট করে তারা।

অন্যদিকে, ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর বারোঘড়িয়া তাঁতীপাড়া থেকে শিমুলতলা টিনবাড়ি পর্যন্ত ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, অন্তত ১২টি হাতির একটি দল ধানক্ষেতে তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষতি করে। চোখের সামনে ধানক্ষেত মাড়িয়ে যেতে দেখে কৃষকরা কার্যত অসহায়। তাঁদের দাবি, সরকারি ক্ষতিপূরণ ছাড়া এই ক্ষতি সামলানো সম্ভব নয়।
এলাকার আরও দাবি, হাতির দল চা-বাগানেও ঢুকে পড়ে। খবর পেয়ে বনদপ্তরের কর্মী ও ক্রান্তি থানার পুলিশ পৌঁছে অভিযান চালিয়ে হাতির দলকে বারোঘড়িয়া ফরেস্টে ফেরত পাঠায়। তবে লোকালয়ে হাতির হানির খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ ভিড় জমান হাতি দেখার জন্য।