শেষ হল এনটিসিজে-র এডভেঞ্চার ক্যাম্প

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩১ ডিসেম্বর’২৩ : শেষ হল এনটিসিজে-র এডভেঞ্চার ক্যাম্প। নেচার এন্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির ২৯ তম বার্ষিক প্রকৃতি পাঠ এবং রক ক্লাইম্বিং ক্যাম্প সফল ভাবে শেষ হল জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত ইয়ংটং-এ। এদিন ক্যাম্প শেষে ক্যাম্পারদের বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়।

বেস্ট ক্যাম্পার – রক ক্লাইম্যবিং নির্বাচিত হন অরিন্দম জানা এবং বেস্ট ক্যাম্পার – নেচার স্টাডি নির্বাচিত হন উষশী বর্মন। বেস্ট ডায়রি রাইটার – রাগেশ্রী বৈষ্য ও শেয়সী রায়, বেস্ট শেল্টার মেকার – অরূপ মল্লিক ও অর্চিজিৎ গাঙ্গুলি কে পুরস্কৃত করা হয়। এছাড়াও বেস্ট রোপ এবং বেস্ট টেন্ট বিভাগে ক্যাম্পারদের পুরস্কৃত করা হয়েছে বলে জানান ক্যাম্পের মুখ্য প্রশিক্ষক ভাস্কর দাস।

Ended up being NTCJ's Adventure Camp

উল্লেখ্য ক্যাম্প শুরু হয়েছিল ২৬শে ডিসেম্বর! আজ ৩১ শে ডিসেম্বর এই ক্যাম্প শেষ হল । জলপাইগুড়ি ছাড়াও উত্তরবঙ্গ ও কোলকাতার বিভিন্ন প্রান্তের ৮ থেকে ৫০ বয়সের ৬৮ জন শিক্ষার্থী এবং সংস্থার ২৮ জন প্রশিক্ষক এই শিবিরে অংশগ্রহণ করেছিলেন। ছয় দিনের এই ক্যাম্পে ট্রেকিং, রক ক্লাইম্বিং, ৱ্যাপলিং, জুমার ক্লাইম্বিং, সোলো ক্যাম্পিং, সার্ভাইভাল, রিভার ক্রসিং, ফায়ার এন্ড শেল্টার মেকিং, ট্রেজার হান্ট এবং প্রকৃতি সংরক্ষন বিষয়ক বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সংস্থার অভিজ্ঞ পর্বতারোহী ও পরিবেশবিদরা এই ক্যাম্পে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *