শিলিগুড়িতে বাড়িতে ঢুকে মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই

শিলিগুড়ি : বাড়ির ভিতর ঢুকে এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির লেকটাউন এলাকায়। সোমবার সকালে মহাশক্তিকালী বাড়ি এলাকার বাসিন্দা বেলারানী দে স্নানের জন্য বাথরুমে ঢোকেন। দরজা সামান্য খোলা রেখেই তিনি জল ভরছিলেন। সেই সুযোগেই এক দুষ্কৃতি বাড়িতে ঢুকে তার গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালিয়ে যায়।

বেলারানী জানান, ছিনতাইকারী মাথায় টুপি এবং মুখে মাস্ক পরে এসেছিল। চেন ছিনতাই করে সে দেওয়াল টপকে পালায়। পেছনে ধাওয়া করলেও তাকে ধরা সম্ভব হয়নি।

ঘটনার পর আতঙ্কে রয়েছেন বেলারানী। তিনি বলেন, “এতদিন ধরে এখানে শান্তিতে বসবাস করেছি, এখন ভয় পাচ্ছি। বাড়িতে একা থাকলে আরও বেশি আতঙ্কে থাকব।”

এনজেপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতিকে চিহ্নিত করার জন্য এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে, দুষ্কৃতিকে দ্রুত আটক করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে পুলিশ স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকতে এবং অপরিচিত কাউকে সন্দেহ হলে দ্রুত থানায় জানাতে বলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *