সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ জুলাই’২৩ : ঝুঁকি নিয়ে ভাম বিড়ালের প্রান বাঁচালো পরিবেশপ্রেমী। এদিন সকালে জলপাইগুড়ি আদরপাড়ার বাসিন্দা বুদ্ধদেব দাসের বাড়ির তিন তলার টিনের চালের নীচে লাগানো জালে আটকে হাঁসফাঁস করছিলো একটি ভাম বিড়ালের ছানা। দীর্ঘ কয়েক ঘন্টা আটকে থেকে এক সময় নিস্তেজ হয়ে পড়ছিলো ভাম বিড়ালের ছানাটি। সকালে বুদ্ধদেব বাবু ভাম বিড়ালটিকে দেখতে পেয়ে জলমুক্ত করার চেষ্টা করে বিফল হন। এরপর কোন উপায় না পেয়ে বুদ্ধদেব বাবু খবর দেন গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। খবর পেয়ে গ্রীন জলপাইগুড়ির সাধারণ সম্পাদক অঙ্কুর দাস ও সভাপতি বিনোদ আগরওয়াল বুদ্ধদেব বাবুর বাড়িতে পৌঁছে মই বেয়ে উঠে, জাল কেটে প্রথমে নিচে নামিয়ে আনেন ভাম বিড়ালের ছানাটিকে। পরে ধীরে ধীরে জাল মুক্ত করা হয় ছানাটিকে।
বুদ্ধদেব বাবু বলেন, তিনি চেষ্টা করেও উদ্ধার করতে না পেরে অঙ্কুর বাবুকে খবর দেন। খবর পেয়ে অঙ্কুর বাবু এসে ভাম বিড়ালটিকে জালমুক্ত করে পরিবেশে ছেড়ে দেন।
গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক তথা পরিবেশ প্রেমী অংকুর দাস জানান, ছানাটি কয়েক ঘন্টা আটকে থেকে নিস্তেজ হয়ে পড়ছিলো! উদ্ধার করা হয়েছে। সুস্থ থাকায় এখানেই ছেড়ে দেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ওদের কে বাঁচিয়ে রাখা জরুরি।