মিজোরামে নির্মীয়মান ব্রিজ ভেঙে মালদার বহু সংখ্যক শ্রমিকের মৃত্যুর অনুমান

রাহুল মন্ডল, মালদা, ২৩ আগস্ট’২৩ : উত্তর-পূর্ব ভারতের মিজোরামে নির্মীয়মান ব্রিজ ভেঙে মালদার বহু সংখ্যক শ্রমিকের মৃত্যুর অনুমান প্রশাসনের। জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত ১৮ জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। তারমধ্যে ১৫ জন মালদার রতুয়া ২ ব্লকের পুকুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা।পাশাপাশি মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা। উদ্ধার কাজ শেষ হওয়া পর্যন্ত এই সংখ্যা পরিস্কারভাবে বলা সম্ভব হচ্ছে না প্রশাসনের তরফেও।

মালদার রতুয়ার ২ ব্লকের পুখুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম থেকে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন প্রান্তে কাজ করতে যান। প্রায় কুড়ি জন এই এলাকা থেকে মিজোরামে এই ব্রিজ নির্মাণ কাজে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। তবে ১৫ জনের এই গ্রামেরই মৃত্যুর হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। পাশাপাশি জেলার অন্যান্য প্রান্ত থেকেও আরো কয়েকজনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। বুধবার মিজোরামে নির্মীয়মান ব্রিজটি ভেঙে পড়ে। সেই সময় বহু শ্রমিক ব্রিজ নির্মাণ কাজে যুক্ত ছিলেন। ঘটনার পর থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। পুখুরিয়ায় এই এলাকার পরিবারগুলোর সাথে দেখা করতে জেলা প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা পৌঁছেছেন।

এমন ভয়াবহ দুর্ঘটনায় একই এলাকা থেকে এত সংখ্যক শ্রমিকের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার কাজ শেষ হওয়ার পরই মৃতের সংখ্যা স্পষ্ট হবে এমনটাই জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। ঘটনাস্থলে পৌঁছে পরিবারগুলোর সাথে দেখা করেন অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী। তিনি জানিয়েছেন, গোটা বিষয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো দেহ আনতে যা যা ব্যবস্থা প্রয়োজন তা গ্রহণ করা হচ্ছে। আমাদের জেলাশাসক মিজোরামের ও এলাকার জেলাশাসকের সাথে কথা বলেছেন। ১৮ জনের সনাক্ত করা হয়েছে তবে উদ্ধার কাজ শেষ হলে সম্পূর্ণ তথ্য বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *