পুলিশের আশ্বাস পাওয়ার পরেও বাড়ি ফিরতে নিরাপত্তার অভাব বোধ করছেন তানিয়া (ভিডিও সহ)

জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরের মৃত ভট্টাচার্য দম্পতির মেয়ে তানিয়া ভট্টাচার্যকে সোমবার কোতোয়ালি থানায় ডেকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । উল্লেখ্য, গতবছর ১ এপ্রিল জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার নিজের বাসভবন থেকে পুরসভার প্রাক্তন উপ পুরমাতা অর্পনা ভট্টাচার্য ও সুবোধ ভট্টাচার্যের মৃতদেহ উদ্ধার হয়। একটি সুইসাইড নোট উদ্ধার হয় মৃত দম্পতির ঘর থেকে। চিঠিতে বর্তমান জলপাইগুড়ি পুরসভার উপ পুরপিতা সৈকত চাট‍্যাজি সহ কয়েকজনের নাম উল্লেখ থাকে যাদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। এরপর আদালতের নির্দেশে পুলিশের বিশেষ তদন্তকারী দল তদন্ত শুরু করে। অভিযুক্তরা গ্রেফতার হয়।

পরে সকলে জামিনে ছাড়া পান। এদিকে থানায় অভিযোগ জানিয়ে জলপাইগুড়ি শহর ছেড়েছেন তানিয়া। উল্লেখ্য, জলপাইগুড়ির দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্তরা ইতিমধ্যে জামিনে ছাড়া পেয়েছেন। কিন্তু বিভিন্নভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তানিয়া। যদিও পুলিশ তাকে নিজের বাড়িতে থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিরাপত্তার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। তানিয়া বলেন, আমি বাড়িতে একা থাকি। বাজার করতে বের হতে হয়। রাস্তায় বের হলে আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে অভিযুক্তদের সঙ্গীরা।

Assurance from the police Tanya is feeling insecure to return home

এ নিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছিল। পুলিশ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে। এখন বাড়ি তালা দিয়ে শহর ছেড়ে মাসির বাড়িতে চলে গিয়েছি। আক্ষেপ রয়ে গেল যেখানে বড় হলাম সেই শহরের বাসিন্দারা আমার পাশে দাঁড়াল না বলে জানান তিনি।
পুরসভার উপ পুরপিতা সৈকত চাট‍্যাজি বর্তমানে লোকসভা নির্বাচনের প্রচারের কাজে কলকাতার রয়েছেন। এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে জানান, আমার জামিন হওয়ার প্রায় সাড়ে সাত মাস পরে এ ধরনের অভিযোগ আনা হচ্ছে। অর্থাৎ এ থেকেই বোঝা যায় যে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিজেপি ও একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আমার বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে বলে জানান তিনি।

https://youtu.be/cv3anXnO-W4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *