নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ জুন ২০২২ : একশো বছর ধরে বসবাস করেও মেলেনি জমির পাট্টা, নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, মৃত এবং জীবিত পুর কর্মচারীদের পেনশন নিয়ে হয়রানি সহ দশ দফা দাবীপত্র পেশ কাউন্সিলরকে।
জলপাইগুড়ি পুরসভার বারো নম্বর ওয়ার্ড, যার বেশির ভাগটাই হরিজন সম্প্রদায়ের মানুষের বসবাস। প্রায় তিন হাজার মানুষের বসবাস যে জমিতে আজ পর্যন্ত সেই বাস্তু ভিটার পাট্টা পায় নি কেউই বলে অভিযোগ। এছাড়াও দৈনন্দিন জীবনযাপন করার ক্ষেত্রে যেটুকু পুর পরিষেবা প্রয়োজন তাও নেই বললেই চলে, অথচ এই তিন হাজার মানুষের অধিকাংশই পুরসভার কাজের সঙ্গে যুক্ত।
এবার এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনিন্দ্র নাথ বর্মন। তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী জমির পাট্টা দেওয়ার পক্ষে বলেছেন বিভিন্ন প্রশাসনিক বৈঠকে। এই সব দিকগুলো দেখে এক প্রকার মনে আসা জেগেছে এলাকাবাসীদের মনে, সেই কারণেই মঙ্গলবার রাতে দশ দফা দাবীপত্র নিয়ে কাউন্সিলর অফিসে আসেন এলাকার মানুষজন।
এই প্রসঙ্গে কাউন্সিলর মনিন্দ্র নাথ বর্মন জানান, এলাকাবাসীর দাবীগুলো যুক্তিপূর্ণ। আগামী পুরসভার বোর্ড মিটিংয়ে এই বিষয়গুলো তুলে ধরে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।