রাহুল মন্ডল, মালদা, ১৪ অক্টোবর’২৩ : বৃষ্টি থামলেও জল নিষ্কাশন হচ্ছে না এলাকার। জল যন্ত্রণা ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তেলিপুকুর, ডকপুকুর, জগন্নাথ কলোনি সহ বিস্তীর্ণ এলাকা। নাকাল অবস্থা স্থানীয়দের। এলাকার জল নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণ করতে শুক্রবার দুপুরে এলাকা পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, কাউন্সিলর গৌতম দাস, প্রসেনজিৎ ঘোষ সহ পুর আধিকারিকরা। এদিন ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পুরপ্রধান। কৃষ্ণেন্দু বাবু বলেন, গত কয়েকদিন আগে টানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রেল লাইনের ধারে কিছু জলাশয় রয়েছে সেগুলোতেও জল জমেছে। জাহাজ ফিল্ডের জল ঢুকেছে বিভিন্ন এলাকায়। সেই জল নিষ্কাশনের জন্য পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। একটি কালভার্টের সমস্যা রয়েছে সেটিকেও ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
