পড়ুয়ারা সঠিক সময়ে এলেও মর্জিমাফিক স্কুলে আসছেন শিক্ষক শিক্ষিকারা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ ফেব্রুয়ারি’২৪ : দেরি করে স্কুলে আসার অভিযোগ উঠল শিক্ষক- শিক্ষিকাদের বিরুদ্ধে। ঘটনাটি জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোমস্তাপাড়া চন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয়ের। মাঝে মধ্যেই শিক্ষক-শিক্ষিকারা সঠিক সময়ে স্কুলে আসছেন না বলে অভিযোগ। তবে সোমবার স্কুলে দেরি করে আসার কারন জানিয়ে সংবাদ মাধ্যমের সামনে ভুল স্বীকার করে নেন তারা। যদিও তাদের দাবি, অন্যদিন সঠিক সময়েই তারা স্কুলে আসেন।

Even if the students come on time the teachers come to the school randomly

উল্লেখ্য, এই বিদ্যালয়ে মোট ছয়জন শিক্ষক- শিক্ষিকা কর্মরত রয়েছেন। দুজন শিক্ষক ছুটিতে থাকলেও চারজন শিক্ষিক- শিক্ষিকার স্কুলে আসার কথা। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই পড়ুয়ারা স্কুলে এসে বসে থাকে। শিক্ষক শিক্ষিকারা কেউ এগারোটা, কেউবা তারও পরে স্কুলে আসছেন। এদিনও সকালে পডুয়ারা স্কুলে এসে বসেছিল। শিক্ষক-শিক্ষিকারা না আসায় পড়ুয়ারা বাড়ি ফিরে যেতে চায়। সেই সময় একে একে স্কুলের শিক্ষক শিক্ষিকা উপস্থিত হন। এই নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হচ্ছে এলাকায়।

গ্রামবাসী বিক্রম রায় বলেন,”প্রায় দিনই স্কুলে শিক্ষক শিক্ষিকারা দেরি করে আসছেন। আজকে পড়ুয়ারা স্কুলে এসে অনেকক্ষণ বসে ছিল। এরপর বাড়ি ফিরে যাচ্ছিল। আমরা চাই স্কুল সঠিক সময়ে শুরু হোক।”

এদিকে স্কুলের এক শিক্ষিকা গোলাপী সরকার এ দিন প্রায় এগারোটা পনেরো মিনিটে স্কুলে আসেন। তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে পরে অবশ্য নিজের ভুল স্বীকার করে নিয়েছেন।

এদিকে বিদ্যালয়ের টিচার ইন চার্জ হবিবর রহমান বলেন, আমি প্রত্যেক দিন সাড়ে দশটার আগে স্কুলে আসি। আজকে গাড়ির টায়ার পানচার হয়ে যাওয়ার দেরি হয়েছে। কিন্তু প্রতিদিন শিক্ষক শিক্ষিকারা দেরি করে বিদ্যালয় আসেন, এ কথা ঠিক নয় বলে জানান তিনি।

এ বিষয়ে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামলচন্দ্র রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা ছিল না। খোঁজ নিয়ে দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *