IPL 2025 : করুন ঝড়েও শেষরক্ষা হল না! মুম্বইয়ের দুর্দান্ত জয়ে থামল দিল্লি

স্পোর্টস ডেস্ক : আইপিএলের উত্তেজনায় আরও একটি রোমাঞ্চকর ম্যাচ! করুন নায়ারের আগুনে ইনিংসেও হার এড়াতে পারল না দিল্লি ক্যাপিটালস। শেষ পর্যন্ত মাত্র ১২ রানে ম্যাচ নিজেদের পকেটে পুরল মুম্বই ইন্ডিয়ান্স।

দিল্লির মাটিতে টস জিতে মুম্বইকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় ক্যাপিটালস। কিন্তু শুরুটা সুবিধার ছিল না মুম্বইয়ের। রোহিত শর্মা মাত্র ১৮ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকেও আসে হতাশা—৪ বলে মাত্র ২ রান! তবে চাপের মুহূর্তে দলের হাল ধরেন তরুণ রিয়ান রিকেলটন। ২৫ বলে ঝকঝকে ৪১ রান করে মঞ্চ তৈরি করেন তিনিই।

এরপর সূর্যকুমার যাদব (২৮ বলে ৪০) এবং তিলক বর্মা (৩৩ বলে ৫৯) মুম্বইয়ের ইনিংসকে নিয়ে যান গতি ও ছন্দে। শেষের দিকে নমন ধীরের ১৭ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস মুম্বইকে পৌঁছে দেয় ২০৫-এ।

লক্ষ্য বিশাল। কিন্তু দিল্লির হয়ে জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা—ফ্রেজার-ম্যাকগার্ক আউট। কিন্তু তারপর নেমেই বাজিমাত করেন করুন নায়ার। মরশুমে প্রথম ম্যাচেই ঝড় তুলে ৪০ বলে ৮৯ রানের ইনিংস খেলেন এই অভিজ্ঞ ব্যাটার। মনে হচ্ছিল দিল্লি সহজেই ম্যাচ বের করে নেবে।

কিন্তু নায়ারের বিদায়ের পরেই ছন্দপতন। একের পর এক উইকেট হারিয়ে ১৯৩ রানে অলআউট দিল্লি। মিচেল স্যান্টনারের একটি অসাধারণ ডেলিভারি দিল শেষ ধাক্কা।

ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট টেবিলে মূল্যবান দুই পয়েন্ট তুলে নিল মুম্বই। আর দিল্লি? তারা হয়তো এখনই ভাবছে—কারুনের ইনিংসটা আরও একটু টানতে পারলেই গল্পটা অন্যরকম হতে পারত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *