ইভনিং ওয়াকেই সর্বনাশ! ২ লক্ষ টাকার গলার চেন ছিনতাই; গ্রেপ্তার ২ দুষ্কৃতি

শিলিগুড়ি : সন্ধ্যাবেলার একটু হাওয়া খেতে বেরিয়ে বড়সড় ছিনতাইয়ের শিকার হলেন শিলিগুড়ির এক মহিলা। তবে দ্রুত তৎপরতায় দুষ্কৃতিদের গ্রেপ্তার করে সোনার চেন উদ্ধার করতে সক্ষম হলো ভক্তিনগর থানার পুলিশ।

ঘটনাটি ঘটেছিল গত ৯ এপ্রিল, শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকায়। প্রতিদিনের মতো ওইদিনও বিকেলে ইভনিং ওয়াকে বেরিয়েছিলেন এক মহিলা। হঠাৎই বাইকে চেপে পেছন থেকে আসে দুই যুবক এবং আচমকা তাঁর গলার চেন ছিনিয়ে পালিয়ে যায়। চমকে গিয়ে চিৎকার করেন মহিলা, ছুটে আসেন আশপাশের লোকজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ভক্তিনগর থানায়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে উঠে আসে গুরুত্বপূর্ণ সূত্র। জানা যায়, এই চুরির ঘটনায় জড়িত এক অভিযুক্ত মহঃ সৌরভ ইতিমধ্যেই অন্য একটি মামলায় এনজেপি থানার হাতে ধরা পড়ে রিমান্ডে রয়েছে।

Evening walk in chaos! Necklace worth 2 lakh rupees stolen

পুলিশ এরপর জলপাইগুড়ি আদালতে আবেদন জানিয়ে রিমান্ডে নেয় মহঃ সৌরভকে। তার জবানবন্দিতে উঠে আসে আরও এক অভিযুক্তের নাম—অনু সূত্রধর। শক্তিগড়ের ৭ নম্বর গলিতে তার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এবং তার বাড়ি থেকেই উদ্ধার হয় প্রায় কুড়ি গ্রাম ওজনের সোনার চেন, যার বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা।

ধৃত দুজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চক্রটি আরও বড় এবং তাদের খুঁটিনাটি জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *