“সংশোধন না করলে কোন কথা হবে না। সবাইকে গাছে বাঁধা হবে”- হুঁশিয়ারি বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামীর

সংবাদদাতা, জলপাইগুড়ি : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। ত্রিপল টাঙিয়ে আবার অনেকে ভাঙা ঘরে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ । কিন্তু পাশাপাশি আবাস যোজনার ঘর বিলি করার তালিকায় নাম নেই বলে অভিযোগ। এর প্রতিবাদে সদর বিডিও অফিস ঘেরাও করল বিজেপি ৷ উল্লেখ‍্য সদর ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েত থেকে কয়েকশো বিজেপি নেতা কর্মীরা হাজির হয়েছিলেন এদিন । পুলিশ আন্দোলনকারীদের বিডিওর চেম্বারে প্রথমে যেতে বাঁধা দিলে দুই পক্ষের বচসা শুরু হয়। সেখানে দাঁড়িয়ে থেকে বিক্ষোভে সামিল হলেন বিজেপির নেতা কর্মীরা। এরপর প্রতিনিধি মূলক বিজেপি নেতারা বিডিওকে স্মারকলিপি তুলে দেন।

বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী হুঁশিয়ারি দিয়ে বলেন,”তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা সভাপতি হলেন আইসি ও ডিএসপি সাহেব। বিডিও, নির্মাণ সহায়ক ও একাংশ কর্মী নোটের বিনিময়ে মানুষকে শোষণ করে। এই বিডিও তৃণমূলের পা চাটা কুত্তা। সহযোগী হচ্ছেন আইসি ও ডিএসপি। সংশোধন না করলে কোন কথা হবে না। সবাইকে গাছে বাঁধা হবে হুশিয়ারী জেলা সভাপতি বাপী গোস্বামীর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *