সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ ফেব্রুয়ারি’২৪ : মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি পান্ডাপাড়া কালিবাড়ি এলাকায়। খবর পেয়ে ঐ এলাকায় পৌঁছয় পুলিশ।

স্থানীয়দের বাঁধায় বন্ধ মোবাইল টাওয়ার তৈরীর কাজ। এদিন মোবাইল টাওয়ার সংস্থার কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে রুখে দাড়ান স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে খড়িয়া গ্রামপঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা পুনম চক্রবর্তী জানান, অবৈধভাবে মোবাইল টাওয়ার বসানো হচ্ছে।

তার কাছে বা প্রধানের থেকেও কোন অনুমতি নেওয়া হয়নি। অন্যদিকে পান্ডাপাড়ার কালীবাড়ির স্থানীয় বাসিন্দা নবনিতা পাশোয়ান অভিযোগ করে বলেন, টাওয়ার বসানোর জন্য তাদের কাছ থেকেও কোন অনুমতি নেওয়া হয়নি। টাওয়ার হলে এলাকার ক্ষতি হবে। তাই তারা চান না মোবাইল টাওয়ার হোক।