কাজ চলাকালীন বারাসাতে সোনার দোকানে বিষ্ফোরণ, নাবালক-সহ জখম তিন

বিশ্বজিৎ নাথ : সোনার দোকানে কাজ চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে জখম হলেন নাবালক-সহ তিন কর্মী। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বারাসত শহরের হরিতলা এলাকায়। অগ্নিদগ্ধ অবস্থায় অরিন্দম দাস, লিটন বারুলি-সহ এক কিশোর বারাসত মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসত শহরের হরিতলা এলাকায় একাধিক বড় বড় সোনার দোকান। প্রতিদিনই দোকানগুলিতে মানুষের ভিড় থাকে। অন্যদিনের মতো বুধবার রাতেও কাজ চলছিল দোকানে। সেই সময় দোকানে থাকা একটি দোকানে এলপিজি সিলিন্ডার আচমকা ফেটে যায়। কর্মরত তিনজন কর্মচারী অগ্নিদগ্ধ হন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনজনের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।

Explosion at gold shop in Barasat during work; Three injure including a minor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *