জলপাইগুড়ির তৃণমূল জেলা সভানেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি জেলা সভাপতির

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৪ নভেম্বর : তৃণমূল নেতা‌দের সুপারিশে অযোগ্য মানুষ‌দের শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে। কাটমানির বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে তাদের। অথচ যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের শিক্ষক পদে নিয়োগ করা হয়‌নি বলে অভিযোগ বিজেপির। সোমবার জলপাইগুড়ি‌তে একটি সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী। তিনি জানান, তৃণমূল নেত্রী মহুয়া গোপ ২০১৬ সালে পার্টির প্যাডে তিনজনকে চাকরি দেওয়া হোক বলে সুপারিশ করেছিলেন। এই তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলা। বাপী বাবু এই তিনজনের নাম, রোল নাম্বার এবং পরীক্ষা কেন্দ্র উল্লেখ করে জানান, এই তিনজনের নাম নিয়ে আমরা যখন অভিযোগ করেছিলাম তখন তিনি আমাদের অনেক অশালীন মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন এটা ভুয়ো। কিন্তু সত্য কোনদিন চাপা থাকে না। আজ চাকুরী প্রাপ্ৰকদের তালিকায় ওই তিনজনের নাম রয়েছে এবং এটাই প্রমাণিত যে তৃণমূলের ব্লক, জেলার নেতৃত্বের সুপারিশে এবং লক্ষ লক্ষ টাকার কাটমানির বিনিময়ে আজকে এরা চাকরি পেয়েছে। আমরা চাই জেলায় জেলায় তদন্ত হোক, সিবিআই, ইডি তদন্ত করুক। অনেক তৃণমূলের রাঘববোয়ালরা জলপাইগুড়ি জেলায় গ্রেপ্তার হবেন। চাকুরি দেওয়ার নাম করে এবং বদলি দেওয়ার নাম করে তৃণমূল নেতারা যে কোটি কোটি টাকা লুট করেছে তা জলপাইগুড়িতে ইডি, সিবিআই এলে জলের মতো পরিস্কার হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *